কোয়ারেন্টাইমঃ সময় ধীরে যায়, সপ্তাহ উড়ে যায়
শুরুতেই আপনার কাছে একটা প্রশ্নঃ গত সপ্তাহ কেমন গেছে? অনেক দ্রুত? নাকি কাটতেই চায় নি? প্রশ্নটা মাথায় নিয়ে পড়তে থাকুন। এই কোয়ারেন্টাইনে অনেকেই একটা উদ্ভট অনুভূতির সম্মুখীন হচ্ছেন। সময় কাটতে চাচ্ছেই না, অথচ সপ্তাহগুলো যেন খুব দ্রুত চলে যাচ্ছে! আপনি গত সপ্তাহ বা গত মাসের কথা চিন্তা করলে মনে হচ্ছে গত সপ্তাহ যেন খুব দ্রুত চলে গেছে। আপনারও কি এরকম হচ্ছে? হলে কেন হচ্ছে?? লন্ডন ইউনিভার্সিটি এর লেকচারার ক্যাসপার এডিম্যান এ ব্যাপারে একটি বৈজ্ঞানিক গবেষণা করেছেন। তিনি এই ঘটনার নাম দিয়েছেন Quarantime । তিনি সংক্ষেপে লিখেছেন কোয়ারেন্টাইম! সময় সম্পর্কিত অনুভূতির গবেষক হিসেবে আমার উত্তর হলোঃ দিনগুলো দীর্ঘ মনে হচ্ছে কেননা আমরা একঘেয়ে পরিবেশে আটকে আছি। কিন্তু কতটুকু সময় পার হয়েছে (সপ্তাহের ক্ষেত্রে) সেটা কম মনে হচ্ছে কারণ এই সময়টুকুতে উল্লেখ করার মত ঘটনা কম ঘটেছে। সময় হলো স্মৃতি পুরো বিষয়টাই একটা ব্যাপারের উপর ভিত্তি করে ঘটে। সেটা হলো আমাদের মস্তিষ্ক কিভাবে সময়কে হিসাব করে। আমাদের কাছে আরো সুনির্দিষ্ট করে বললে আমাদের মস্তিষ্কের কাছে সময়টা হলো স্মৃতি। একটা নির্দিষ্ট সময়ের মাঝে কতগুলো ঘটনা ঘটেছে সেটা হ