কিভাবে উদ্ভিদ এ পৃথিবীর ইতিহাসকে প্রভাবিত করেছে

রুক্ষ পাথুরে পৃথিবী এবং মানুষের বাসযোগ্য পৃথিবী। এই দুই অবস্থার মাঝখানে সেতুবন্ধন স্থাপন করেছে বাস্তুতন্ত্রের যে উপাদান, সেটা হলো উদ্ভিদ। ইংরেজীতে PLANT। পৃথিবী বিস্ময়ের আধার। সেই বিস্ময়েরই একটি হলো সেন্টিমিটার খানেক দৈর্ঘ্যের বীজ কি করে নব্বই হাজার ঘনফুটের বৃক্ষে রূপান্তরিত হতে পারে। পৃথিবীতে যেখানেই প্রাণের পদচারণা হয়েছে সবখানেই শুরু হয়েছে উদ্ভিদের মাধ্যমে। হতেই হবে কারণ জীবের জীবন নামক চলমান প্রক্রিয়াটি চলমান রাখতে প্রয়োজন শক্তির। আর শুধুমাত্র উদ্ভিদই পারে পৃথিবীর শক্তির উৎস সূর্য থেকে পনের কোটি কিলোমিটার পথ পাড়ি দিয়ে আসা সূর্যরশ্মিকে সালোকসংশ্লেষণ নামক জটিল প্রক্রিয়া দ্বারা খাদ্যশক্তি তথা রাসায়নিক শক্তিরূপে জমা করে রাখতে। প্রাণীরা এই শক্তি উদ্ভিদ থেকে ছিনতাই করে মাত্র। বহুকাল আগে, বিভিন্ন এককোষী জীবের মাঝে এক বিশেষ ধরণের ব্যাকটেরিয়ার আবির্ভাব হয়। গোলাপী ব্যাকটেরিয়া। এখনো পূর্ব আফ্রিকায় তাদের দেখা মেলে কেনিয়ার মাগাদি হ্রদের মত কিছু জায়গায়। পুরো হ্রদটাই গোলাপী। এরা বেড়ে ওঠে সূ্র্যের অতিবেগুনী রশ্মির ছাঁকনি হয়ে থাকা লবণাক্ত পানির তলে। ছবিঃ লেক মাগাদি পানির আরো নিচে আবির্ভ...