দলিলে ব্যবহৃত ১৩০ টি অতি অপ্রচলিত শব্দ

পুরাতন দলিলে ব্যবহৃত ১৩০ টি শব্দের অর্থ তাছাড়া দলিলে লিখিত অনেক শব্দ আছে, যার সংক্ষিপ্ত রুপ ব্যবহার করা হয়ে থাকে। এমনও কিছু শব্দ আছে যা খুব কম ব্যবহার হয়। যারা পুরাতন দলিলের ব্যবহৃত শব্দের অর্থ বোঝেন না,তাদের জন্য আমার এই লেখাটিঃ- ১. মৌজা = গ্রাম। ২. জে.এল নং = মৌজা নং/গ্রাম নম্বর। ৩. ফর্দ = দলিলের পাতা। ৪. খং = খতিয়ান। ৫. সাবেক = আগের/পূর্বের বুজায় ৬. হাল = বর্তমান। ৭. বং = বাহক, অর্থাৎ যিনি নিরক্ষর ব্যক্তির নাম লিখে। ৮. নিং = নিরক্ষর। ৯. গং = আরো অংশীদার আছে। ১০. সাং = সাকিন/গ্রাম। ১১. তঞ্চকতা = প্রতারণা। ১২. সনাক্তকারী = যিনি বিক্রেতাকে চিনে। ১৩. এজমালী = যৌথ। ১৪. মুসাবিদা = দলিল লেখক। ১৫. পর্চা = বুঝারতের সময় প্রাথমিক খতিয়ানের যে নকল দেওয়া হয় তাকে পর্চা বলে। ১৬. বাস্তু = বসত ভিটা। ১৭. বাটোয়ারা = বন্টন। ১৮. বায়া = বিক্রেতা। ১৯. মং = মবলগ/মোট ২০. মবলক = মোট। ২১. এওয়াজ = সমপরিমাণ কোন কিছু বদলে সমপরিমাণ কোন কিছু বদল করাকে এওয়াজ বলে। ২২. হিস্যা = অংশ। ২৩. একুনে = যোগফল। ২৪. জরিপ = পরিমাণ। ২৫. এজমালী = কোনো ভূমি বা জোতের একাধিক শরীক থাকিলে তাহ...