পোস্টগুলি

মে, ২০২১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

বৈশ্বিক জনগোষ্ঠী সংক্রান্ত কুইজ ও FACTFULLNESS

ছবি
বিশ্ব সম্পর্কে আপনি আসলে কতটুকু ধারণা রাখেন? কম নাকি বেশি? নাকি বেশিই কম। কম জানাটা লজ্জার কিছু না, শার্লক হোমসও জানতেন না যে, সৌরজগতে নয়টি (বর্তমানে আটটি) গ্রহ আছে। তবে না জানা বা ভুল জানার ব্যাপারটাকে একটু অন্যভাবে দেখেছিলেন ‘Factfullness’ বই এর লেখক হান্স গসলিং। বেশি বকবক না করে একটা কুইজ দিয়ে ফেলুন আগে।                   আপনার উত্তরগুলো (ক, খ, গ) একটি কাগজে বা আপনার মোবাইলের নোট সংক্রান্ত কোন এপ এ লিখে ফেলুন ঝটপট। কুইজঃ ১। বিশ্বের নিম্ন আয়ের দেশগুলোর মধ্যে কত শতাংশ মেয়েশিশু প্রাথমিক বিদ্যালয় সম্পন্ন করে? ক) ২০% খ) ৪০% গ) ৬০% ২। বিশ্বের অধিকাংশ মানুষ কোথায় বাস করে? ক) নিম্ন আয়ের দেশে খ) মধ্যম আয়ের দেশে গ) উচ্চ আয়ের দেশে ৩। গত বিশ বছরে অতি দরিদ্য জনসংখ্যার শতকরা পরিমাণ ক) দ্বিগুণ হয়েছে খ) মোটামুটি আগের মতোই আছে গ) অর্ধেক হয়েছ ৪। বর্তমানে বিশ্বের মানুষের গড় আয়ু কত? ক) ৫০ বছর খ) ৬০ বছর গ) ৭০ বছর ৫। বিশ্বে এখন ২০০ কোটি শিশু বসবাস করছে যাদের বয়স ০ থেকে ১৫ বছর। ২১০০ সালে জাতিসংঘের অনুমান অনুযায়ী বিশ্বে শিশু জনসংখ্যা কত হবে? ক) ৪০০ কোটি খ) ৩০০ কোটি গ)