পোস্টগুলি

সেপ্টেম্বর, ২০২০ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

ফরমাল মেইল লিখার নিয়ম

ছবি
মেইল লিখার নিয়মগুলো প্রথমে কিছুটা সময়সাপেক্ষ মনে হয়, কিন্তু এটাকে অভ্যাসে পরিণত করতে পারলে পরবর্তীতে আর সময় নষ্ট হয় না। আর একটি ভুল মেইলে বড় ধরণের ক্ষতি হয়ে যেতে পারে, একজনের ইমেজ বা ইম্প্রেশন নষ্ট হতে পারে, সবার কাছে হাস্যস্পদ হয়ে যেতে পারেন।   মেইল আইডি নিশ্চিত হওয়া যার   কাছে মেইল করছেন তার মেইল আইডি সম্পর্কে নিশ্চিত হয়ে নিন। নিশ্চিত করুন যে আপনি মেইল আইডি ঠিকমতো লিখেছেন। নতুবা একজনের মেইল আরেকজনের কাছে চলে যেতে পারে। গোপন তথ্য ফাঁস হয়ে যেতে পারে। মানুষজন মেইল আইডি লিখতে গিয়ে নানা রকম ভুল করে, যেমনঃ স্পেস দিয়ে দেয়া - ‘markjukarbarg@gmail .com’ কিংবা এক্সটেনশন ভুল লেখা ‘markjukarbarg@gmai.com’  ইত্যাদি। মনে রাখবেন মেইল পাঠানোর সময় ভুল মেইল আইডি লিখা মানে কিন্তু আপনার কমিউনিকেশন ব্যাহত হওয়া। প্রাসঙ্গিক কথা হিসাবে বলছিঃ অনেকে নিজের মেইল আইডি অন্যকে দেয়ার সময়ও এরকম ভুল গুলো করে থাকেন। চাকরি আবেদনের সময় যদি আপনি নিজের মেইল ভুল দেন, তাহলে সেই চাকরি আর জীবনেও পেতে হবে না।   Cc বনাম bcc BCC CC Bcc তে কারা আছে সেটা মেইলের প্রাপক দেখতে পায় না। Cc তে কারা আছে সেটা মেইলের প্রাপক দেখতে পায়। প্রা